আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস । বাংলাদেশের ইতিহাসে ১৫ আগস্ট বাঙ্গালী জাতির জন্য একটি শোকাবহ দিন। ১৯৭৫ সালে এই্ দিনে বাঙ্গালী জাতির দুর্দিনের কান্ডারী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিমর্মভাবে হত্যা করে। সেদিন ভোররাতে প্রচন্ড শব্দে কেঁপে ওঠে রাজধানী ঢাকা। সবার মাঝে এক অজানা আতঙ্ক উৎকন্ঠা আর জিজ্ঞাসা সৃষ্টি হয়। কিন্তু সকালেই দেশের এক প্রান্ত থেকে অপর প্রাপ্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু আর নেই। তাকে হত্যা করা হয়েছে। পরে জানা যায় তার বাসভবনে অবস্থানরত পরিবারের অন্য সদস্যরাও বেঁচে নেই। ঘাতকরা নির্মমভাবে তাদের হত্যা করে। বঙ্গবন্ধুপুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পরিবারের সব সদস্য নির্মম এ ঘটনার শিকার হয়। একদল বিপথগামী সেনা কর্মকর্তা এ ঘটনা ঘটায়। সেদিন বঙ্গবন্ধু কন্যা আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট বোন শেখ রেহেনা দেশের বাইরে থাকায় বেঁচে যান। তারপর ক্ষমতার পালাবদল। অভুথ্যান পাল্টা অভ্যুথ্যানে রাজনৈতিক ও সেনা নেতৃবৃন্দের পারস্পারিক অবিশ্বাস আর ¯œায়ুচাপে কেটে যায় কিছু দিন। প্রতিষ্ঠিত হয় সেনাশাসন। কিন্তু নির্মম এ হত্যাকান্ডের কোন বিচার প্রকৃয়া সম্পন্ন করা হয়নি। কোন তদন্ত হয়নি ঘটনার। বঙ্গবন্ধু স্বপরিবারে খুন হওয়ার পর ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ফিরে পায়। উদ্যোগ নেয়া হয় বঙ্গবন্ধু হত্যার বিচারের। ওই বছর ২ অক্টোবর ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের হয়। আওয়ামীলীগ শাষনামলের সেই মেয়াদেই নিম্ন ও হাইকোর্টে বিচার প্রক্রিয়া শেষ হয়। কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করার পর ক্ষমতা পালাবদল হয়। রাজনৈতিক সদিচ্ছার অভাবে ঝুলে যায় বিচার প্রক্রিয়া। এরপর ২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর ১৯ নভেম্বর মামলার চুড়ান্ত নিষ্পত্তি হয়। বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা এবং তাদের বিচারের মুখোমুখি করা সম্ভব হলেও এ হত্যার পেছনে কোন আন্তর্জাতিক সংশ্লিষ্টতা ছিল কিনা তা ঘটনার ৪৭ বছরেও জানা যায়নি। রাষ্ট্র এ বিষয়টি পরিস্কার করার জন্য আজ পর্যন্ত কোন উদ্যোগ নেয়নি। বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত করার সময়ও ঘটনার সঙ্গে বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি তদন্ত করা হয়নি বলে আলোচনা সমালোচনা রয়েছে। তবে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে বিদেশি বা আন্তর্জাতিক সংশ্লিষ্টতা ছিল এ ধরনের খবর তখনকার সময়ে বিদেশি সংবাদ মাধ্যমে একাধিকবার প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হলেও এর বেশ কিছুদিন আগে থেকেই নাকি তাকে হত্যার চেষ্টা চলছিল। ১৯৭৫ সালের জানুয়ারি মাসে এ ধরনের তৎপরতার খবর দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পৌছে যায় বলে খবরে বলা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল আর্কাইভসে বঙ্গবন্ধু হত্যাকান্ডের একটি নথিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৎপরতার কথা উল্লেখ রয়েছে বলে জানা যায়। এদিকে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে এবং দলীয় পর্যায়ে সারাদেশে জেলা উপজেলা পর্যায়ে কোরানখানি, কাঙ্গালী ভোজ সহ ব্যাপক সংশ্লিষ্ট কর্মসূচি গ্রহণ করা হয়েছে।