
রাসুল সাঃ বলেছেন- ( তোমাদের মধ্যে) ওই ব্যাক্তি জ্ঞ্যানি যে নিজেকে বিনয়ী রুপে প্রকাশ করে এবং পরকালের জন্য কাজ করে । ওই ব্যাক্তির দুর্ভাগ্য যে নিজেকে কুপ্রবৃত্তির অনুসারে চলে এবং আল্লাহর আদেশের বিরুদ্ধাচরন করে। আল হাদিস
রাসুল সঃ বলেছেন -তোমরা অঙ্গিকার পালন করবে, কেননা অঙ্গিকার সম্পর্কে পরকালে প্রশ্ন করা হবে । আল হাদিস
রাসুল সঅঃ বলেছেন, আল্লাহর কসম, যদি তোমরা জানতে যা আমি জানি, তবে তোমরা কম হাসতে বেশী কাঁদতে। বুখারী ও মুসলিম
রাসুল সঃ বলেছেন , তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে কারন সে নেককার হলে অধিক নেকী অর্জন করতে পারবে। আর বদকার হলে হয়তো তওবা করে আল্লাহর সন্তোষ অর্জন করবে। বুখারী